রেলওয়ের চার পদে নেয়া হবে ৩৩৮ জন

আবেদন ১ জুলাই থেকে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

রেলওয়েতে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। এর ফলে দাপ্তরিক, সেবা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে ছোট ছোট নিয়োগের উদ্যোগ নেয়া হলেও নিয়োগ কেলেংকারীর কারণে তা স্থগিত হয়ে যায়। দীর্ঘদিন পর অবশেষে রেলওয়েতে গুরুত্বপূর্ণ চারটি পদে নিয়োগ দেয়া হচ্ছে। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস ও ট্রেড এ্যাপ্রেন্টিস পদে নিয়োগ পাবে মোট ৩৩৮ জন। এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রেন এক্সামিনার পদে নিয়োগ দেয়া হবে ৪৫ জন, ট্রেন কন্ট্রোলার পদে ২৭ জন, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদে ১৮ জন এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দেয়া হবে ২৪৮ জনকে। প্রার্থীদের আবেদন করতে হবে http://br.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় খেলার ছলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধগার্মেন্টস খাতে সর্বাধুনিক ইকুইপমেন্ট সংযোজনে আগ্রহী চীনা প্রতিষ্ঠান জ্যাক