পটিয়ার কুসুমপুরার থানামহিরায় প্রয়াত সাত ইউপি সদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। পরে স্থানীয়দের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুসুমপুরা থানামহিরাস্থ একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া ডালিম। মো. সাইফুদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা নুরুল আলম, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, মো. এমরান মনা, কুসুমপুরা ইউনিয়ন আ. লীগের সভাপতি মাদাই চন্দ্র নাথ, ডা. জাহাঙ্গীর, উপজেলা যুবলীগ নেতা ইউছুফ খাঁন, মহিউদ্দিন সুমন, আলম, আবু হেনা টিটু, আকবর আলী, মোক্তার আলম, সালাউদ্দিন রাকিব, মো. সাইফু, মো. জালাল, আব্বাস আলী, আব্দুল মান্নান, আব্দুর রউফ ফয়সাল, আরশেদ, মানিক, বাপ্পু ও ইয়াকুব। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণ ইউপি সদস্য খোরশেদ আলমের এটি একটি ব্যতিক্রমধর্মী ও সৃজনশীল উদ্যোগ। প্রয়াত ইউপি সদস্যদের মরণোত্তর সম্মাননা প্রদানের মধ্যদিয়ে প্রবীণদের কীভাবে সম্মান করতে হয় তা আগামী প্রজন্মকে তিনি শিখিয়ে দিয়েছেন।