বন্ধুত্ব

হাবিবুল হক বিপ্লব

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

বন্ধুত্ব কি? বন্ধুত্ব এই শব্দটার সাথে আমার পরিচয় খুবই ক্ষীণ, আমি ৯০ সালে এসএসসি করেছি, কো এডুকেশন স্কুলে পড়েছি, কিন্তু সত্য হল স্কুলে মিশুক ও নেতাগিরি করা ছাত্র হিসেবে অনেক ঘনিষ্ঠ সহপাঠী, সিনিয়র জুনিয়র থাকলেও ঠিক বন্ধু হয়ে ওঠেনি তেমন কেউ, হ্যাঁ স্কুল সহপাঠীদের একজন যিনি প্রাইমারি লেভেল থেকে আমার সহপাঠী তাঁর সাথে বন্ধুত্ব হয়েছে চিন্তার চেতনার মিলের কারণে রাজনৈতিক ছাত্র সংগঠন করায় ও শিশু সংগঠন করায়। সেই বন্ধুত্ব আজো অটুট। তিনি এমন একজন বন্ধু যার সাথে আমি অকপটে আমার আনন্দ, বেদনা, জীবনবোধ সব শেয়ার করতে পারি। ভাবুন শত শত সহপাঠীদের মাঝে ব্যাপক পরিচিতি থাকার পরও বন্ধু বলা যায় এমন মানুষ শুধু একজন। তেমনি আমি প্রগতিশীল অসামপ্রদায়িক একটা ছাত্র সংগঠন করেছি, সেই সংগঠন করতে গিয়ে রাজপথে শত শত কর্মী সহযোদ্ধা পেয়েছি, স্লোগান ভালো দিতে পারায় মিশুক চারিত্রিক গুণ ও খুব দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকায় কিছুটা হলে পছন্দের ছিলাম অনেকের, সিনিয়র ও জুনিয়র ও সম সাময়িকদের মাঝে, কিন্তু এতো শত শত মানুষের অধিকাংশই শুধু ঘনিষ্ঠ পরিচিতজন হয়ে রয়ে গেছে, এর মধ্যে বন্ধু বলতে পারি এমন আছে শুধু দু’জন, একজন পেশায় ডাক্তার, অন্যজন পেশায় সাংবাদিক। ডাক্তার সাহেব সমসাময়িক, সাংবাদিক সাহেব জুনিয়র। এই দুজনের সাথে আমি যে কোন বিষয়ে দ্বিধাহীনভাবে কথা বলতে পারি। ঠিক তেমনি চট্টগ্রাম শহরে এমন একজন মানুষ আছেন আমার চেয়ে সিনিয়র পক্ক কেশ অধিকারী, একই চেতনার ভিন্ন রাজনৈতিক দল করেন, পরিবেশ ও নাগরিক আন্দোলনের অগ্রসরমান নেতা চট্টগ্রামের, তাকে আক্ষরিক ভাবেই আমি বন্ধু বলি। কারণ যে কোন সমস্যায় তার কাছে মন খুলে সহায়তা চাই আমি এবং আমাকে ফিরিয়েছেন এমন ঘটনা ঘটেনি। এই বন্ধু তালিকায় নতুন যুক্ত হলেন আরেকজন গত ৪ কি ৫ মাস আগে, আমার এক পরিচিত দিদির বরের মাধ্যমে একটা কাজের সূত্রে, হঠাৎ করে এটা গভীর ভরসার জায়গা নিবে বন্ধুত্বের জায়গা নিবে পরিচয়ের শুরুতে ভাবনায়ও ছিল না। কিন্তু আজ আমি বুকে হাত রেখে বলতে পারি তিনি আমার ভরসার মানুষ তিনি আমার বন্ধু। তাহলে কি দাঁড়ালো, বন্ধু মানে আস্থা, ভরসা, বিশ্বাস, একে অপরের কাজে লাগা, শত হাজার পরিচিত মানুষের মধ্যে ২/৪ জন কে বেছে নেয়া। রক্তের সম্পর্কগুলো বাই নেচারাল কিন্তু বন্ধু হচ্ছে পরীক্ষিত। তাই রক্ত ছেড়ে গেলেও প্রকৃত বন্ধু ছেড়ে যায় না। আমি বুকে হাত রেখে বলতে পারি এই ৫ জন মানুষই আমার প্রকৃত বন্ধু। বিশেষ দ্রষ্টব্য : তারা আমাকে বন্ধু মনে করে এই দাবি আমি করছি না। আমি শুধু আমার অংশটুকু বলেছি।

পূর্ববর্তী নিবন্ধবাংলা ভাষায় ভেজাল চাই না
পরবর্তী নিবন্ধকবিয়াল ফণী বড়ুয়া : সংগ্রামী জীবনের চেতনার প্রতীক