নগরীতে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় এক মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ৯ এপ্রিল ভোরে ইসমাইলের দুই সহযোগী আল আমিন নোমান (৩৯) ও কাউছার আহমেদ সাগরকে (৩৫) গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশ জানায়, সদরঘাট এলাকায় এন এন ফিশ প্রতিষ্ঠানের মালিক ইসমাইল হোসেন মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। নোমান ও সাগর কমিশনে তার ব্যবসার দেখাশোনা করতেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত থেকে আট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকার মাছ কেনেন ইসমাইল। এরপর তিনি গা ঢাকা দেন। পরে ব্যবসায়ীরা নোমান ও সাগরের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারাও টাকা দিতে অস্বীকৃতি জানান। ওই মাসেই ইসমাইলকে প্রধান আসামি করে তিন জনের নামে সদরঘাট থানায় অভিযোগ দেন এক ব্যবসায়ী। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, টাকা আত্মসাতের পর ইসমাইল আবুধাবি পালিয়ে যায়। সে পরিবারকে আবুধাবি নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছিল। শুক্রবার দুপুরে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমাদের পুলিশ সদস্যরা গিয়ে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে।