রাঙ্গুনিয়ায় গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মো. পারভেজ (২৭) নামে এক গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মোগলেরহাট ভাঙারকুল নির্জন এলাকায় ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় অপর দুই চালক। পরে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তিনি আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নিহত পারভেজ হোছনাবাদ হসপিটাল টেক এলাকার মো. নুরুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পারভেজ হাইস গাড়ির চালক। শুক্রবার তার গাড়িটি বদলি হিসেবে দিয়েছে তার কাছ থেকে ড্রাইভিং শিক্ষা নেয়া অপর একজন চালককে। ভাড়া শেষে রাতে গাড়িটি পারভেজকে ফেরত দিতে গেলে তাকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। ঘরে খবর নিয়ে জানতে পারেনপারভেজ প্রতিদিনের ন্যায় রাতে ঘুরতে বের হয়ে আর ঘরে ফেরেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বদলি চালক ভাঙারকুল নির্জন এলাকায় গিয়ে তার নিথর দেহ দেখতে পান। পরে অপর এক চালকেও তিনি ডেকে নিয়ে দুজনে মিলে পারভেজকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।

ইউপি সদস্য জাহাঙ্গীর আরও বলেন, তার পরিবারেও এদিন কোনো ঝামেলা হয়নি। আবার বাইরেও তার সাথে কারো কোনো শত্রুতা নেই। তবে কেনো তার এমন মৃত্যু হলো তা বুঝা যাচ্ছে না। যারা তার লাশ নামিয়েছে তারাও খুব ছোট এবং ভালো ছেলে। বিষয়টা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টা বলা যাবে। এখনো পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ নজরুল সুকান্ত বাঙালির জীবনে জাগরুক থাকবে
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে শিক্ষা ও সংস্কৃতিতে স্মার্ট হতে হবে