রবীন্দ্রনাথ-নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথ প্রদর্শক

সিবিইউএফটিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে বক্তারা

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ক্যাম্পাসে রবীন্দ্রনজরুল জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। গত ১২ জুন কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ হাসিনা জাকারিয়া বেলা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম ও ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। বিভাগীয় প্রধান সাদিয়া আলমের সভাপতিত্বে এতে বিভিন্ন বিভাগের শিক্ষকশিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, রবীন্দ্রনাথনজরুল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, তাঁদের বাদ দিয়ে বাংলা সাহিত্য ও শিল্পসংস্কৃতি কল্পনা করা যায় না। সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, রবীন্দ্রনজরুল ছিলেন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথ প্রদর্শক। তাঁদের লেখনিতে ছিল মানবকল্যাণ, প্রকৃতিপ্রেম, সমাজ বিপ্লবসহ যুগ পরিবর্তনের চেতনা ও দর্শন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় প্রশিক্ষণার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচমেক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান