শিল্পকলায় প্রশিক্ষণার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একাডেমির গ্যালারি মিলনায়তনে একাডেমির সাধারণ বিভাগ ও শিশু বিভাগের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। শুরুতে জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন বলেন, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দিবসে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও রবীন্দ্র জয়ন্তী এং নজরুল জয়ন্তী অনুষ্ঠান সহ বছর জুড়ে বিভিন্ন জেলায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, উন্নয়ন বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রশিক্ষণার্থীদের দক্ষতা মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধি এবং প্রদানের জন্য প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোস্তফা কামাল, আব্দুর রহিম, আব্দুল হালিম, শ্রেয়সী রায়, স্বপন দাশ, অপু বর্মন এতে উপস্থিত ছিলেন। প্রশিক্ষক স্বপন দাশের পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমির নৃত্য দলের দলীয় নৃত্যের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন কণা বড়ুয়া, শৈবাল দেব, আদ্রিতা রুদ্র, স্নিগ্ধা , অজুফা আক্তার, একক আবৃত্তি পরিবেশন করে যেবা সামিহা ও আদৃতা বড়ুয়া। প্রশিক্ষক আব্দুর রহিম এবং আব্দুল হালিমের পরিচালনায় জেলা শিশু বিভাগের সঙ্গীত দল ও সাধারণ বিভাগের সঙ্গীত দল সমবেত সঙ্গীত পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ-নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথ প্রদর্শক