বাস কাউন্টার তদারকিতে বিআরটিএ ভিজিলেন্স টিম

আদায়কৃত অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন টার্মিনাল এবং কাউন্টার সমূহে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত মালামাল/যাত্রী পরিবহন না করার লক্ষ্যে বিআরটিএ কর্তৃক গঠিত ভিজিলেন্স টিম গতকাল বিকালে নগরীর অলংকার মোড় এবং একে খান মোড় এলাকায় বাস কাউন্টারসমূহে তদারকি করে।

টিমের সদস্যরা দেখতে পান বেশ কিছু পরিবহন সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করছে না। তারা আদায়কৃত অতিরিক্ত টাকাসমূহ যাত্রীদের মধ্যে ফেরত দিতে বাধ্য করেন এবং প্রথমবারের মতো সেই সব পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেন। উক্ত মনিটরিং এ উপস্থিত ছিলেন গঠিত কমিটির আহ্বায়ক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) কীর্তিমান চাকমা, সদস্য সচিব বিআরটিএর সহকারি পরিচালক রায়হানা আক্তার উর্থীসহ পরিবহন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপায়ে হেঁটে পার হতে গিয়ে নানী-নাতির মৃত্যু
পরবর্তী নিবন্ধবকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ