খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র থেকে আবু মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি খুনের শিকার হয়েছেন। নিহত আবু মিয়া রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোস্টে কাজে যান গবেষণা কেন্দ্রের শ্রমিক আবু মিয়া। দুপুরের পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ তার খোঁজাখুঁজি শুরু করে। এর এক পর্যায়ে পরদিন সকালে তার লাশ পাওয়া যায়। হত্যার পর তার লাশ ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধপ্রতি ১০ শিশুর ৯ জনই পারিবারিক সহিংসতার শিকার : ইউনিসেফ