চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ের খেলা রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার বিকালে শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এদিন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (ইউএনও) মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি হিসেবে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরণ, শিক্ষক আবু সায়েম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক জগলুল হুদা, সাইফুল ইসলাম সোহেল, প্রিয়তোষ কান্তি দে, ফুটবলার আশরাফুল ইসলাম বাবর প্রমুখ। এদিন টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ৩–০ গোলে সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়কে এবং দ্বিতীয় খেলায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এদিন খেলা পরিচালনা করেন মুক্তিসাধণ বড়ুয়া, ওয়াহিদুল আলম, জাহাঙ্গীর আলম। দ্বিতীয় দিনের প্রথম খেলায় নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হলে টাইব্রেকারে মজুমদারখীল উচ্চ বিদ্যালয় উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয় ১–০ গোলে হারায় ঘাটচেক উচ্চ বিদ্যালয়কে।











