আনোয়ারা এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার বারশত ইউনিয়নের পারকি দুধকুমড়া এলাকার বটতল যাত্রী ছাউনির পাশ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জানাযায়, গতকাল স্থানীয় লোকজন দুধকুমড়া এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুরিশে খবর দেয়ার পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানায়, পারকি দুধকুমড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যাইনি।