ঢাকা, নারায়ণগঞ্জ,বান্দরবানে আরও সম্পত্তি জব্দের আদেশ

বেনজীর

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে ঢাকার বিভিন্ন এলাকায় জমিফ্ল্যাট একাধিক জেলায় আরও জমি জব্দের আদেশ এসেছে আদালত থেকে। দুর্নীতি দমন কমিশনদুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের।

ঢাকার ভেতরের সম্পত্তির মধ্যে আছে গুলশানে তিন কাঠা জমি, বাড্ডায় ৩ হাজার ৭৫ বর্গফুটের দুটি এবং আদাবরে ছয়টি ফ্ল্যাট। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা এবং বান্দরবানে ২৫ একর জমি জব্দ করতে বলা হয়েছে। এর বাইরে সিটিজেন টেলিভিশন এবং টাইগেরাফিট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার, শতভাগ মালিকানাধীন ৮টি এবং আংশিক মালিকানাধীন ১৫টি সম্পত্তি জব্দ করারও নির্দেশও এসেছে। বেনজীর, তার স্ত্রী জিশান মির্জা এবং দুই কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীর এসব সম্পত্তির মালিক।

পূর্ববর্তী নিবন্ধগাজায় বিপুল হত্যাযজ্ঞ মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধমিলেছে আনার হত্যার ছবি-ভিডিও