টানা ১২ দিন বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে আবার চালু হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ‘স্পেশাল ট্রেন’। ঈদের পর ২৪ জুন পর্যন্ত চালু থাকবে ট্রেনটি। গতকাল বুধবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সকাল ১০টা ২০মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ট্রেনটি পৌঁছে।
স্পেশাল ট্রেনটি গতকাল সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে বলে জানান চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান।
ইঞ্জিন ও লোকোমাস্টার সংকটের কারণ দেখিয়ে গত মাসের ২৯ মে চট্টগ্রাম–কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেয়া হয়। এই নিয়ে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয়।
এদিকে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করা দুটি ট্রেনে চট্টগ্রামের জন্য বরাদ্দ ২৩০টি সিট। এ পথে প্রতিদিন চট্টগ্রামের ২৩০ যাত্রী যাতায়াতের সুযোগ পান। আর স্পেশাল ট্রেনে সিট রয়েছে ৭০৫টি। এই ট্রেনটি গত ঈদে ২৫ দিনে প্রায় ৬০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিল।