বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে পরীক্ষা না দিয়েও ৩.৫ পাওয়া পেয়েছে। অবশেষে তাদের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তন করে ফেল দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, মাধ্যমিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নৈর্ব্যক্তিক ও ব্যবহারিকে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বরের পরীক্ষা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ওই বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা ছিল। ৩০ মিনিটের নৈর্ব্যক্তিক পরীক্ষায় কেন্দ্রেই উপস্থিত হয়নি দুই শিক্ষার্থী। পরীক্ষা ছিল না মনে করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নেয়নি এই দুই পরীক্ষার্থী। পরে তারা তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে দেখতে পান পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছে।
অথচ, গত ১২ মে প্রকাশিত এসএসসির ফলাফলে দেখানো হয়, তারা দুজনই আইসিটি বিষয়ের পরীক্ষায় ৩.৫ পেয়েছে। সাদিয়া সোলতানা ও উর্মি আক্তার নামের এই দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়ে কীভাবে পাস করলেন সেটা জানাজানি হলে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে আলোচনার ঝড় উঠে।
সূত্র মতে, দুজনই তাদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে পরীক্ষাকেন্দ্র (বাঁশখালী–১) থেকে নম্বরপত্র পাঠানো হয়। একইভাবে অনুপস্থিত দুই শিক্ষার্থীর উত্তরপত্র জমা না হওয়া সত্ত্বেও তত্ত্বীয় (নৈর্ব্যক্তিক) পরীক্ষায়ও সর্বোচ্চ নম্বর দিয়ে তাদের ৩.৫ পাইয়ে দেন বোর্ড পরীক্ষকরা। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব রতন চক্রবর্তী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষার দিন ওই দুই শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তারা সেদিন কেন্দ্রেও আসেনি। আমরা দুই শিক্ষার্থীর অনুপস্থিতির তথ্য পরীক্ষার