বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইকো ফাউন্ডেশনের সেমিনার

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

এনভাইরনমেন্ট কমিউনিটি এন্ড ওশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ইকো ফাউন্ডেশন) উদ্যোগে গত ৫ জুন দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি স্কুল এন্ড কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতামূলক একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ববি বড়ুয়া। প্রথম পর্বে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফাউন্ডেশনের যুব টিম লিডার শারমিন আক্তার তুলি। দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পরিবেশ বিষয়ক বই বিতরণ করা হয়।

সেমিনার পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সুজন দেব। উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিবেশ বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীতে ইকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দাশের নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট একটি যুব সদস্য টিম উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইকো ফাউন্ডেশনের উদ্যোগে গত ৮ জুন কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্র সম্পদ রক্ষা বিষয়ক সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক।

প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সমুদ্র সম্পদ রক্ষা বিষয়ক সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইকো ফাউন্ডেশনের যুব টিম লিডার সৃজন পাল। দ্বিতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সমুদ্র বিষয়ক বই বিতরণ করা হয়। সেমিনার পরিচালনা করেন ইকো ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সুজন দেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফজলুল করিম