পবিত্র ঈদুল আযহা মুসলমানদের অন্যতম একটি খুশির দিন। কোরবানির পশু জবাইয়ের মধ্যদিয়ে মনের সকল পশুত্ব দূরীভূত করে আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আযহা। এই ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চড়ামূল্যে নিত্যপণ্য সামগ্রী কিনতে হয় সাধারণ ভোক্তাদের। বিশেষ করে কোরবানী ঈদে মসলার চাহিদা অনেক বেশি থাকে। তাই ব্যবসায়ীরা এর সুযোগ নিয়ে ঈদের অনেক আগে থেকেই মসলার দাম বাড়িয়ে দেয়। এতে করে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। এমনিতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, তার উপর মসলার এমন বাড়তি দামে ভোক্তারা অসন্তেুাষ প্রকাশ করছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করে, নিত্যপণ্যসহ বিশেষ করে মসলার লাগামহীন দাম ক
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড,
চট্টগ্রাম।
মিয়ে সাধারণ জনগণকে স্বস্তিতে পবিত্র ঈদুল আযহা পালন করার সুযোগ দিন।