তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হচ্ছে ইসতিয়াক হোসেন রিফাত (২৪), মো. মোজাম্মেল (২০) ও শাহাদাত হোসেন (১৯)। গত শনিবার দিবাগত রাতে নগরীর প্রবর্তক মোড়, মেয়র গলি ও হাটহাজারীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে গত শনিবার রাত ১০টার একটু পর প্রবর্তক মোড়ের উৎসব সুপার মার্কেটের সামনে থেকে একটি লাল–সাদা রঙের পুরাতন ইয়ামাহা মোটরসাইকেলসহ রিফাতকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টা ২০ মিনিটের দিকে হাটহাজারীর আমান বাজারের জননী মার্কেটের রশিদিয়া স্টোরের সামনে থেকে একটি লাল–কালো রঙের পুরনো ডিসকভার মোটরসাইকেলসহ মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে উভয়ের তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে মেয়র গলির গ্রিনভ্যালি মেডিসিন কর্নানের সামনে থেকে একটি কালো রঙের পরনো এপেক মোটরসাইকেলসহ শাহাদাত গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ধৃতরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে তা নিজেদের হেফাজতে রেখে বিক্রি করে।