সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে : ফখরুল

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

ক্ষমতায় থাকার জন্য সরকার দেশকে কেবল বিক্রিই করে দিচ্ছে না, পরনির্ভরশীলও করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্মরণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশইউট্যাব আয়োজিত আলোচনায় তিনি এই মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

সভায় জিয়াউর রহমানের ওপর দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক কামরুল আহসান ও অধ্যাপক তৌফিকুল ইসলাম। ফখরুল বলেন, তারা (সরকার) খুব বড় বড় কথা বলেন, বিএনপির সময় বাজেটের পরিমাণ ছিল এত, এখন হয়েছে এত। আরে বিএনপি দেশটাকে ভালোবাসত বলে চট করে জনগণের ওপরে করের বোঝা, ঋণের বোঝা আমরা চাপাইনি। আজকে প্রতিটি ব্যক্তির ওপরে এক লক্ষ ৫৫ হাজার টাকা ঋণ, চিন্তা করতে পারেন!

মির্জা ফখরুল বলেন, দেখুন নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে কীভাবে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় এসব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে, পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনো দিকনির্দেশনা নেই বলেও মনে করেন বিএনপি নেতা। বলেন, মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা বাজেটে নেই। যে সমস্ত জিনিসপত্র মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে, সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করেছে। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?

পূর্ববর্তী নিবন্ধরেলপথে মাদক চোরাচালান, মসলার বাজারসহ নানা বিষয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধমানব পাচারকারী চীনা নাগরিকসহ গ্রেপ্তার দুই, ৫ ভিকটিম উদ্ধার