আবাসন খাতে ‘কালো টাকা’ বা অপ্রদর্শিত আয়ের বিনিয়োগের সুযোগকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’–রিহ্যাব। সংগঠনটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, নৈতিকভাবে সঠিক না হলেও প্রস্তাবিত বাজেটে এই সিদ্ধান্তের ফলে আবাসন বিনিয়োগ আসবে, সরকারের রাজস্ব বাড়বে। তার ভাষ্য, “এটা তো আসলে মূল ধারার অর্থনীতিতে যুক্ত হচ্ছে। এই টাকার অস্তিত্ব তো আছে। তো সেই টাকাটা পড়ে থেকে তো লাভ নেই। এটা বিনিয়োগ করলে সরকারেরই লাভ। “এই টাকা যদি মূলধারায় নিয়ে না আসেন, তাহলে তো টাকা পাচার হয়ে যাবে। তাতে কার ক্ষতি? বরং মন্দের ভালো এটা যে, দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।” খবর বিডিনিউজের।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোববার দুপুরে নতুন অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় একথা বলেন ওয়াহিদুজ্জামান। নতুন অর্থবছরের বাজেটে ব্যক্তি পর্যায়ে স্বাভাবিক কর হার বাড়িয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মে নিয়মিত কর দেওয়ার পরে অতিরিক্ত জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করারও সুযোগ থাকে। এবার ১৫ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা হয়েছে।