চট্টগ্রাম নগরীতে বিকট আওয়াজে বেপরোয়া মোটরসাইকেল চালাতে বাধা দেওয়ার জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার (৯ জুন) ভোর রাত ৪টার দিকে নগরীর পতেঙ্গা সী-বীচ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই সুজন বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে স্থানীয়রা জানান, নিহত যুবকের নাম রাফি (২৬)। তার বাড়ি ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা এলাকায়।
সৈকত এলাকার স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়। তার ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েকজন যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওৎ পেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় পতেঙ্গা থানায় ৩ জনকের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।