চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আন্তঃবর্ষ বার্ষিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপ গত ৬ জুন সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে প্রথম বর্ষ (৪৯ তম ব্যাচ) ১৪ রানে দ্বিতীয় বর্ষ (৪৮ তম ব্যাচ) কে হারিয়ে জয়ী হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ মাহিন (১ম বর্ষ), সর্বোচ্চ রান সংগ্রহকারী মুস্তফা (২য় বর্ষ), সর্বোচ্চ উইকেট শিকারি হাজাবী (২য় বর্ষ) এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় ১ম বর্ষের শিক্ষার্থী সজল। চবি শহীদ আবদুর রব হল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্বপ্রাপ্ত উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মুহিউদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. তারিকুল ইসলাম।