রাউজান পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে জাপানী বিশ্ববিদ্যালয়ের গবেষক

রাউজান প্রতিনিধি | রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা দেখতে এসেছেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশেষজ্ঞ। সেদেশে পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা এই গবেষকের নাম সাচিকো তাকাহি। গত শুক্রবার তাকে পৌর কার্যালয়ে স্বাগত জানান মেয়র জমির উদ্দিন পারভেজ। এক বৈঠকে মেয়র পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও জনকল্যাণমুখি কর্মকাণ্ড তুলে ধরেন। তাকে জানানো হয় তার পৌরসভা দেশের মধ্যে একমাত্র আইএসও সনদধারী। দেশের যেই দুটি পৌরসভাকে নেদারল্যান্ড সরকারের ডেল্টা প্ল্যানে অর্ন্তভূক্ত করে বহুমুখি উন্নয়নে কাজ করছে তার মধ্যে একটি রাউজান পৌরসভা। মেয়র পারভেজ তার পৌরসভার উন্নয়নে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিশেষ ভুমিকা রয়েছে বলে তাকে জানান। পরে মেয়র সাচিকো তাকাহি নিয়ে পরিদর্শনে যান পৌরসভা প্রতিষ্ঠিত পঁচন ও অপঁচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করণ প্রকল্পে। তাকে দেখানো হয় পতিত প্লাষ্টিক কুড়িয়ে কিভাবে পরিবেশ বান্ধব নিত্য ব্যবহার্য জিনিষপত্র তৈরী করা হয়। পরে তিনি পৃথক স্থানে পঁচনশীল ময়লা আবর্জনা থেকে তৈরী জৈব সার, মাছ, মুরগির খাদ্য প্রক্রিয়াজাত করণ প্রকল্প পরিদর্শন করেন। জাপানী গবেষক দুটি প্রকল্প দেখে পৌরসভার উদ্যোগের প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘সুস্থ প্রকৃতির সুন্দর পৃথিবী গড়তে সচেতনতার প্রসার অপরিহার্য’
পরবর্তী নিবন্ধপরিবেশ দিবসে আরকেএস ফাউন্ডেশনের সচেতনামূলক লিফলেট বিতরণ