পরিবেশ সুরক্ষায় সকলকে ভূমিকা পালন করতে হবে

পমার আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও মানবাধিকার আন্দোলন পমা আয়োজিত আলোচনা সভায় শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানাধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি এবং খরার মতো সমস্যাগুলো আমাদের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ুর বিরূপ প্রভাবে আমাদের এই সবুজ পৃথিবী ক্রমশই মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পরিবেশ বিপর্যয়ের ফলে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাতে মরুকরণ হচ্ছে। বাংলাদেশেও এ সমস্যাগুলো প্রকট আকার ধারণ করছে।এ অবস্থায় পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গত ৫ জুন ওআর নিজাম হাউজিং এর ১০ নং রোডস্থ সংগঠন কার্যালয়ে পমা’র অনষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন। সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের সঞ্চালনায় বিশ্ব সভায় স্বাগত বক্তব্য রাখেন পমা’র নির্বাহী সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। আলোচনায় অংশ নেন চবি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ মুসা খান, শারূদ নিজাম, জসিম উদ্দিন মাহমুদ, মো. দিদারুল আলম, অধ্যক্ষ সোলাইমান কাসেমী, আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন, চলতি শতাব্দীতে পৃথিবী যে চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে তার মূল হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের জন্যে আবহাওয়া ও জলবায়ুতে পরিবর্তন আসার ফলে নানা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষনিধন বন্ধ ও বৃক্ষরোপনে কার্যকর ভূমিকা রাখলে এই পৃথিবী সত্যিই বাসযোগ্য থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের চেক বিতরণ