সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেছেন, সামাজিক দায়বদ্ধতা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ বিনির্মাণে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের আধুনিক লাইব্রেরির নির্মাণ কাজ শেষ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। প্রবর্তক স্কুল এন্ড কলেজের লাইব্রেরির আধুনিকায়ন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি আরো বলেন, রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেটের এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং শিক্ষার জন্যে এই বিশাল অবদান ভূয়সী প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট সাদমান সায়কা শেফা, চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, ইলেক্ট প্রেসিডেন্ট এস.এম মুহিবুর রহমান, পাস্ট প্রেসিডেন্টবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, প্রবর্তক সংঘের (বাংলাদেশ) সম্পাদক লায়ন ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস ও গভর্নিং বডির সদস্য শ্রী ঝুলন বৈষ্ণব। প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুল এন্ড কলেজের সকল শিক্ষকবৃন্দ ও রোটারি ক্লাবের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুল শাখার শিক্ষিকা অনন্যা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।