বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে নির্দিষ্ট যানবাহন ছাড়া মানুষের পায়ে হেঁটে চলাচল নিষিদ্ধ। তবে মানুষ হাঁটতে না পারলেও একটি গরু হেঁটেছে। হাঁটা নয়, রীতিমতো দৌড় দিয়েছে। গরু বহনকারী পিকআপ থেকে লাফ দিয়ে একটি গরুর দৌড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন পেশার মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়।
গত শুক্রবার রাত সাড়ে ৯টায় আনোয়ারা প্রান্ত থেকে গরু বহনকারী একটি পিকআপ টানেলে প্রবেশ করার পর হঠাৎ একটি গরু লাফ দিয়ে দৌড়াতে থাকে। এর ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল সহকারী বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গরু বহনকারী একটি পিকআপ আনোয়ারা প্রান্ত থেকে টানেল পার হওয়ার সময় হঠাৎ গাড়ি থেকে একটি গরু লাফ দিয়ে নেমে দৌড়াতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে টানেল কর্তৃপক্ষের নজরে আসে এবং নিরাপত্তাকর্মীরা সাথে সাথে গরুটি আটকে মালিকের কাছে হস্তান্তর করে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি।