পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

হাসির উদ্যোগ

| শনিবার , ৮ জুন, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবিক সেবামূলক সংগঠন হাসির উদ্যোগে গত ৫ জুন জামাল খান মোড়সহ নগরীর বিভিন্ন স্পটে পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় সংঠনটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন, আবদুন নুর আইছুব, রাসেল, সাইফ উদ্দীন তৌহিদ, তাসিন, মারুফ, মুন্না, আবির, সামি, ফারদিন, ইরফান, সিয়াম, তাসনিম, রায়হান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সনের ৫ জুন চট্টগ্রামের কিছু নিবেদিতপ্রাণ মানবিক যুব তরুণের উদ্যোগে গড়ে ওঠে ‘হাসি’। সমাজসেবা ও জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠনের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা তরুণ সমাজকর্মী মুহাম্মদ মোছলেহ উদ্দীন মুন্নাসহ আরও কিছু যুবতরুণ। করোনাকালে হাসির স্বেচ্ছাসেবীরা নানাভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। যার ধারাবাহিকতা এখনো চলমান। করোনার সময় চট্টগ্রামে গড়ে ওঠা হাসপাতালগুলোতে ফ্রি ওষুধ ও স্যালাইন সরবরাহ, প্রায় প্রতিদিনই চট্টগ্রামের নানা স্থানে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, ঘরে ঘরে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ, এমনকি কক্সবাজার জেলার টেকনাফেও ‘হাসি’ মানবিক কাজের স্বাক্ষর রেখেছে। সেখানে ফ্রি চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, ওষুধ বিতরণ করেছে হাসির বন্ধুরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বাজেট প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধপরিবেশ নিয়ে আহরণ পাঠক সভা