লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারা ট্রাক ছিটকে পড়ল বিলে

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৮ জুন, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়ক থেকে বিলে ছিটকে পড়েছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কঙবাজারমুখী একটি খালি ট্রাকের সঙ্গে অজ্ঞাতনামা অন্য আরেকটি গাড়ির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে বিলে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি দ্রুত পালিয়ে যায়। তবে দুর্ঘটনায় ট্রাকে থাকা কেউ হতাহত হয়নি। ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, বিদ্যুৎপৃষ্টে হেলপারের মৃত্যু
পরবর্তী নিবন্ধ২১ দিন পরও সন্ধান মিলেনি দুই যুবকের