চমেক ডেন্টাল ইউনিটের ইন্টার্নদের ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সকল ইন্টার্নদের উদ্দেশ্যে বনজৌর রেস্টুরেন্টে গতকাল বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক পরিষদ ২৩২৪ (ডা. ফয়েজ ডা.কনক কার্যকরী কমিটি) ইন্টার্ন রিসেপশন প্রোগ্রামের আয়োজন করে। প্রোগ্রামে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল মাওলা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম শাখার সেক্রেটারি ডা. রেজাউল করিম, চট্টগ্রাম ডেন্টাল ইউনিটের সাবেক ইউনিট প্রধান ডা. আজম খান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের প্রধান ডা. মনোজ বড়ুয়া, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের প্রধান ডা. আবু রুশদ, মো. মাশরুর, পেডোডন্টিক্স বিভাগের প্রধান ডা. খোদেজা, ডেন্টাল পাবলিক হেল্‌থ ডিপার্টমেন্টের প্রধান ডা. তামান্না জহুরসহ অন্যান্য শিক্ষকশিক্ষিকাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের উপদেষ্টা ডা. রিয়াজুল ইসলাম, সভাপতি ডা. মো. ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক ডা. কনক দেবনাথ, সিনিয়র সহ সভাপতি ডা. আরিফ, সহ সভাপতি ডা. বায়েজিদ, ডা. জামশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জামিল, ডা. দীপ্ত, ডা. শামীম, সাংগঠনিক সম্পাদক ডা. অয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রোগ্রামে ডা. কনক দেবনাথ (সাধারণ সম্পাদক, ইচিপ) চমেক ডেন্টাল ইউনিটের সেবার মান উন্নয়ন, ডেন্টাল সার্জনদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএডভোকেট এ এম আনোয়ারুল কবিরের জানাজা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির স্মারক আলোচনা