আগামী ৯ জুন বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা পরিষদের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সিরাজুল আলম খানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল করার জন্য মুক্তিযোদ্ধা, বি এল এফ এর সদস্য বৃন্দ, জাসদ, বাসদের সকল অংশের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আজম সাদেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা মাষ্টার, সোলায়মান খান, নূরুল আরশাদ চৌধুরী, মশিউর রহমান খান, আবদুল হাদী চৌধুরী,বাসদ নেতা আল কাদেরী জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।