রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু -বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এখন চলছে ইউনিয়ন পর্যায়ের টুর্নামেন্ট। গত মঙ্গলবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পৃথক ফুটবল টুর্নামেন্টের চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়ন পর্যায়ের খেলা চন্দ্রঘোনা স্কুল মাঠে শুরু হয়েছে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ আজগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন। বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় চন্দ্রঘোনা প্রাথমিক স্কুল বনগ্রাম প্রাথমিক স্কুলকে হারিয়েছে। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপে বনগ্রাম প্রাথমিক স্কুল কদমতলী প্রাথমিক স্কুলকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
পরবর্তী নিবন্ধএকজন অখ্যাত খেলোয়াড় নিয়ে জাতীয় আরচ্যারি খেলতে গেল চট্টগ্রাম জেলা