বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। প্রতিষ্ঠানিক ক্যাটাগরিতে বৃক্ষরোপণ ২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদারের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কারের সম্মানী তুলে দেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এতে বক্তৃতা করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, গ্রিন ক্যাম্পাস হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ দেশব্যাপী সুখ্যাতি অর্জন করেছে। চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত এই বিদ্যাপীঠে রয়েছে ২০ একরের সুবিশাল নয়নাভিরাম সবুজ ক্যাম্পাস। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ুর বিরূপ প্রভাব আগ্রাসীরূপ ধারণ করেছে। জলবায়ুর এই পরিবর্তনকে মাথায় রেখে এই প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাজ করে চলছে। সুবিশাল এই ক্যাম্পাসকে বিভিন্ন ব্লকে বিভক্ত করে বৈজ্ঞানিকভাবে রোপণ করা হয়েছে ৩০০ প্রজাতির প্রায় ৪৫ হাজার নানান প্রজাতির বৃক্ষ। এই বৈচিত্র্যময় উদ্ভিদরাজি ক্যাম্পাসকে পরিণত করেছে বিভিন্ন বন্যপ্রাণীর বাসযোগ্য ও নিরাপদ অভয়ারণ্যে।