চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ৭ নং ওয়ার্ড কেন্দ্রে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ ইউনুস নামে একজন গুরুতর আহত হয়েছে। আহত ইউনুস পূর্ব বড়ঘোনা ৭নং ওয়ার্ডের ইজ্জিত আলীর বাড়ীর মোক্তার আহমদেন পুত্র।
৫ জুন (বুধবার) দুপুর দেড়টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড লাল পুরী স্কুল কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত মোঃ ইউনুস আনারস প্রতীক সমর্থক বলে জানা গেছে।
সকাল থেকে গণ্ডামারা ও ছনুয়ায় পৃথক ঘটনায় এই পর্যন্ত ৩ জন আহত হয়েছে।
এ বিষয়ে গণ্ডামারা ৭নং ওয়ার্ড কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার বিশ্বজিৎ দে’র কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার কেন্দ্রের আশেপাশে এ ধরনের কোন ঘটনার খবর পাইনি।