টি–টোয়েন্টি বিশ্বকাপের দুই প্রতিবেশী ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুদল এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক দেরিতে শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। কিন্তু ম্যাচের কয় ওভার যেতেই আবার বৃষ্টি শুরু হয়। ৬.২ ওভারে বিনা উইকেটে স্কল্যান্ডের রান যখন ৫১ তখন ফের নামে বৃষ্টি। আর তাতে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে ম্যাচটি ১০ ওভারে নির্ধারণ করা হয়। এই ১০ ওভারে বিনা উইকেটেই ৯০ রান তুলেছে স্কটিশরা। জর্জ মুনশে ৩১ বলে ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪১ এবং মিচেল জোনস ৩০ বলে ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৫ রান করে অপরাজিত থাকেন।
পরবর্তীতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাড়ায় ১০ ওভারে ১০৯ রানের। কিন্তু এরপর বৃষ্টি শুরু হলে আর ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। ফলে দুই আম্পায়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। আর এর ফলে দুই দল এক পয়েন্ট করে লাভ করে।