এএসআইয়ের বিরুদ্ধে কনস্টেবল স্ত্রীর মামলা

যৌতুক দাবির অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত এক এএসআইয়ের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার কনস্টেবল স্ত্রী শিরিন আক্তার। শিরিন আক্তার সিএমপির উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ে (বায়েজিদ জোন) কনস্টেবল পদে কর্মরত আছেন। তার স্বামী মো. আবু নাঈম পতেঙ্গা থানায় এএসআই পদে কর্মরত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালতে শিরিন আক্তার মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক এএসআই মো. আবু নাঈমের বিরুদ্ধে সমন ইস্যু করে আগামী ৮ জুলাই হাজির হতে নির্দেশ দেন।

বাদীর আইনজীবী অজয় ধর আজাদীকে বলেন, আমার মক্কেলের বক্তব্য অনুযায়ী বিয়ের পর থেকে নানা সময় তার কাছ থেকে যৌতুক আদায় করেছেন তার স্বামী। সর্বশেষ চলতি বছরের ২৬ জানুয়ারি জুয়া খেলার ঋণ পরিশোধের জন্য তিন লাখ টাকা দাবি করেন। এ টাকা দিতে আমার মক্কেল অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয় এবং ডিভোর্সের হুমকি দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, এএসআই মো. আবু নাঈম বাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার কর্নেল বাজার এলাকার এবং কনস্টেটবল শিরিন আক্তার একই উপজেলার আদমপুর এলাকার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধ৯ মাস ধরে আটকে আছে দক্ষিণের ছাত্রলীগের কমিটি
পরবর্তী নিবন্ধকারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তা জনগণের সামনে পরিষ্কার করুন