হঠাৎ রদবদল, ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বাজবির বিদায়

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:৩৪ পূর্বাহ্ণ

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক পদে আর থাকছেন না স্যালি বাজবি, যিনি প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্রের বার্তাকক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলেন। রোববার পত্রিকাটির প্রকাশক উইলিয়াম লুইস ঘোষণা দেন বলে রয়টার্স জানিয়েছে। বিবৃতিতে তিনি বলেছেন, স্যালি একজন অসাধারণ নেতা এবং অসাধারণ প্রতিভাসম্পন্ন গণমাধ্যম নির্বাহী, যার শূন্যতা ভীষণভাবে অনুভব করব। তিনি আরও এগিয়ে যাবেনশুভকামনা জানাই। খবর বিডিনিউজের।

ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে দেওয়া ঘোষণা অনুযায়ী, বাজবির স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রধান সম্পাদক ম্যাট মারে। তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে আসবেন টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের উপসম্পাদক রবার্ট উইননেট। মারে তখন পত্রিকার নতুন একটি সংবাদকক্ষ গঠনের কাজ দেখভাল করবেন, যেখানে সংবাদ সেবা এবং সোশাল মিডিয়া সাংবাদিকতা গুরুত্ব পাবে।

সিএনএন লিখেছে, প্রকাশক প্রকাশ্যে প্রশংসা করলেও বাজবির তিন বছরের নেতৃত্বের সময় ভেতর ভেতর যেমন বিশৃখলা তৈরি হয়েছে, তেমনই পত্রিকাটি অনেক পাঠকও হারিয়েছে।

যদিও এই সময়ে তাদের ঝুলিতে অনেক অর্জন ও পুরস্কার যোগ হয়েছে, একইসঙ্গে পত্রিকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ২০২২ সালে জাতীয় সংবাদমাধ্যমে শিরোনামও হয়েছে, তাতে লজ্জার মুখে পড়তে হয় পত্রিকাটিকে।

প্রকাশক লুইস গত মাসে তার কর্মীদের জানিয়েছিলেন, গত বছর পত্রিকাটির আয় কমেছে ৭ কোটি ৭ লাখ লাখ ডলার। আর ২০২০ সাল থেকে পাঠক কমেছে ৫০ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মুইজ্জু
পরবর্তী নিবন্ধমেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম