শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে : শ্রম প্রতিমন্ত্রী

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে মালিকরা লাভবান হবেন এবং দেশ এগিয়ে যাবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশেন ফান্ড (ডব্লিউপিপিএফ)-এর চেক গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, বিএসআরএম’র হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি, লাফার্জহোলসিম’র হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভালো পড়ালেখার জন্য গবেষণার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধপটিয়ায় ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ৩শ জনের বিরুদ্ধে মামলা