কর্ণফুলীতে ‘এশিয়া বোরকা হাউস’ টেইলার্সে মারামারি ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তরুণীর মামলা

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে এশিয়া টেইলার্স এন্ড বোরকা হাউসে মারামারি, হামলা ও ভাঙচুরের ঘটনায় শামীমা আক্তার (২০) নামে এক তরুণী আদালতে মামলা করেছেন।

সম্প্রতি, চট্টগ্রাম এডিশনাল চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করলে বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করতে কর্ণফুলী ওসিকে আদেশ দেন।

রোববার (২রা জুন) মামলাটি এজাহার হিসেবে গন্য করে আদালতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

মামলার বাদি শামীমা আক্তার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের আনোয়ার মেম্বার বাড়ির মো. শোভা মিয়ার মেয়ে।

মামলায় অভিযুক্ত চার আসামিরা হলেন-কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়ন ছাবের আহাম্মেদ এর ছেলে এশিয়া বোরকা হাউস’ টেইলার্সের মালিক মোহাম্মদ তৈয়ব (৩২), এশিয়া টেইলার্স এন্ড বোরকা হাউসের কর্মচারী মো. তানভীর (২২), খোয়াজনগর গ্রামের মৃত আব্দুর নবীর ছেলে এনামুল করিম (৩০) ও ধোপপুল ঘোড়ার মো. মনির (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে (মঙ্গলবার) রাত ৭ টার দিকে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি কলেজ রোডের হাজী নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটের ‘এশিয়া টেইলার্স এন্ড বোরকা হাউস’ এ ঘটনা ঘটে।

এতে ঘটনার দিন একই প্রতিষ্ঠানের সাবেক মহিলা দর্জি ফারজানা ও টেইলার্স মালিক মোহাম্মদ তৈয়বের সাথে ঝগড়া হয়। এতে তৈয়বের হাত-পা কেঁটে আহত হন বলে স্থানীয়রা তখন জানিয়েছিলেন।

এ ঘটনায় তখন প্রতিকার চেয়ে থানায় জিডি করেছিলেন দোকান মালিক তৈয়ব। যার জিডি নং-৭৭৬। জিডিতে অভিযুক্তরা হলেন-চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার সুমনের স্ত্রী আনু বেগম (৫০), তার মেয়ে রিনা আক্তার (৩০) ও ফারজানা (১৮) সহ সাইফুল।

কিন্তু সে দিনের একই ঘটনা দেখিয়ে এশিয়া টেইলার্স এন্ড বোরকা হাউসের মালিক মোহাম্মদ তৈয়বসহ উল্লেখিত চার আসামিদের বিরুদ্ধে মারধর, চুরি, ও শ্লীলনতার হানির উদ্দেশ্য অঙ্গভঙ্গির অপরাধে আদালতে মামলা করেন শামীমা আক্তার (২০) নামে এক তরুণী।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘আদালতের আদেশে মামলা নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য এলাকা থেকে মদ সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি, গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধপেকুয়ায় পানিতে ডুবে প্রাণ গেলো ইউপি সদস্যের ছেলের