পার্বত্য এলাকা থেকে মদ সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি, গ্রেফতার ২

আজাদী অনলাইন | রবিবার , ২ জুন, ২০২৪ at ৬:৫০ অপরাহ্ণ

তারা তিন মাদক কারবারি। একজনের দায়িত্ব পার্বত্য এলাকা থেকে কম দামে মদ সংগ্রহ করা। সংগ্রহ করা মদ চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা মাদক সেবনের হাতে বিক্রি করে অপরজন। তাদের অন্যজনের কাজ তার চালিত মিনি ট্রাকে করে চট্টগ্রামে শহরে এনে দেওয়া।

একটি বড় মদের চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে চক্রটি এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন (২৮) ও কামাল হোসেন (২৭) নামে দুই মাদক কারাবারিকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। তবে সাধন ত্রিপুরা (৩৫) নামে একজন পলাতক রয়েছে।

রবিবার (২ জুন) থানা সূত্রে নিশ্চিত করা হয়, চট্টগ্রাম নগরীর হাটহাজারী রোডে অস্থায়ী চেকপোস্ট বাসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার লিটার দেশি চোরাই মদ উদ্ধার এবং মদ পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ আনোয়ার হোসেন মাদক বিক্রেতা, কামাল হোসেন পরিবহনকারী এবং পলাতক সাধন ত্রিপুরা পার্বত্য এলাকা থেকে চোরাই মদ সংগ্রহ করতেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ‘এশিয়া বোরকা হাউস’ টেইলার্সে মারামারি ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তরুণীর মামলা