জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন–২০২৪ এর আওতায় চট্টগ্রাম মহানগর ও জেলায় প্রায় ১৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরে ৫ লাখ ৫৬ হাজার ৯১৬ জন শিশুকে এবং ১৫ উপজেলায় সিভিল সার্জনের তত্ত্বাবধানে খাওয়ানো হয় ৮ লাখ ৩২ হাজার শিশুকে।
ক্যাম্পেইনে ৬–১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) ও ১২–৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হয়। এদিকে চসিক জেনারেল হাসপাতালে চসিক সচিব মো. আশরাফুল আমিন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। প্রতিটি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলররাও এই কার্যক্রমে সম্পৃক্ত হন। এছাড়া কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে একটি শিশুকে ক্যাপসুল খাইয়ে জেলা পর্যায়ের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা আজাদীকে বলেন, নগরে ৭টি ইপিআই জোনের আওতাধীন ৪১টি ওয়ার্ডে এক হাজার ৩২১ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬–১১ মাস বয়সী ৮৭ হাজার ৯৫৭ জন এবং ১২–৫৯ মাস বয়সী ৪ লাখ ৬৮ হাজার ৯৫৯ জন শিশু ভিটামিন এ ক্যাপসুল পেয়েছে। আমরা লাল রঙের ৪ লাখ ৭০ হাজার এবং নীল রঙের ৯০ হাজার ক্যাপসুল বরাদ্দ পেয়েছিলাম। আমাদের অর্জিতের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। যেসব অভিভাবক তাদের শিশুকে কোনো কারণবশত কেন্দ্রে নিয়ে আসেতে পারেননি তাদের সুবিধার্থে আরো দুয়েকদিন আমরা ভিটামিন খাওয়াব।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৮ লাখ ৩২ হাজার ১৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।