চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে বিশেষ কায়দায় চোলাই মদ পাচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলো, লাভলী বেগম (২৯) এবং মুন্নি বেগম (১৬)। তারা দুইজন সহোদর বোন এবং বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বাড়তি দামে বিক্রয়ের জন্য চোলাই মদ নিয়ে যাচ্ছিল। শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেক থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সাহিত্যাঙ্গনের প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিযোগিতার অভাব