চুয়েট পুরকৌশল বিভাগের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

চুয়েট পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও অধ্যাপক ড. স্বপন কুমার পালিত। সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। সভা সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোছা. মুক্তা বানু। প্রধান অতিথি বলেন,পুরকৌশলীরাই আমাদের সভ্যতার কারিগর। মানুষের বসবাসের অনুপযোগী একটি জায়গাকে বাসোপযোগী করে তোলার মূল কাজ পুরকৌশলীদের। এই পুরকৌশলীরা স্মার্ট দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, চুয়েট এর পুরকেশৗল বিভাগ অত্যন্ত সমৃদ্ধ। এই বিভাগ থেকে পাসকৃতরা দেশেবিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভা
পরবর্তী নিবন্ধ‘অসামপ্রদায়িক চেতনা ও মানবতাবোধ চিত্রিত হয়েছে নজরুল সাহিত্যেকর্মে’