নারী ফুটবলে দুই দল বাংলাদেশ এবং চীনা তাইপেই এর মাঝে র্যাঙ্কিংয়ে ব্যবধান ১০০ ধাপের। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন চাইনিজ তাইপেকে শক্তিশালী মেনে ‘অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য’ বলে জানান। সফরকারী দলের কোচ চ্যাং হিউ মিন অবশ্য র্যাঙ্কিংয়ে নিজেদের এগিয়ে থাকাটাকে গুরুত্ব দিচ্ছেন না একদমই। বললেন, র্যাঙ্কিং জয় এনে দেয় না। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ শুক্রবার বিকাল পৌনে ছয়টায় প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চাইনিজ তাইপে। দ্বিতীয় প্রীতি ম্যাচ একই ভেন্যুতে গড়াবে ৩ জুন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ পিটার বাটলারও র্যাঙ্কিং নিয়ে ‘বিভ্রান্ত’ না হওয়ার অনুরোধ করেছেন। তবে অধিনায়ক সাবিনার কথায় ঘুরে–ফিরে এসেছে র্যাঙ্কিং ও সামপ্রতিক সময়ে তাদের আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকার বিষয়গুলো। তিনিও অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন ভালো খেলা উপহার দেওয়ার। তিন মাস ধরে বাটলারের অধীনে প্রস্তুতি নিচ্ছেন সাবিনারা। এই সময়ে নতুন কোচের নতুন দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করার কথা জানান অধিনায়ক। গত ডিসেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ খেলেছিল বাংলাদেশ। এতদিন পর খেলার সুযোগ পেয়ে কিছুটা স্বস্তিও অনুভব করছেন সাবিনা। চাইনিজ তাইপে কোচ চ্যাং হিউ মিন জানান ঢাকার গরম ও আবহাওয়ার আর্দ্রতা তার দলকে ভোগাচ্ছে। এশিয়ান গেমসে সাবিনা–মারিয়াদের খেলা দেখার প্রসঙ্গ টেনে দিলেন, আক্রমণাত্মক ছকে থাকার বার্তা। ‘এশিয়ান গেমসে বাংলাদেশের খেলা দেখেছিলাম, ওই প্রতিযোগিতায় আমরাও খেলেছিলাম। আমরা ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছি, কিন্তু অ্যাওয়ে কন্ডিশনে আমাদের শান্ত থাকতে হবে। আমরা এত বেশি আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত নই। র্যাঙ্কিং জয়ী নির্ধারণ করে না, বাংলাদেশকে আমরা শ্রদ্ধা করি।’