চট্টগ্রামে ভোটে সর্বোচ্চ উপস্থিতি আনোয়ারায়

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

দুই প্রার্থীর জোরালো প্রতিদ্বন্দ্বিতা, সুষ্ঠু পরিবেশ ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার কারণে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। সাবেক ও বর্তমান দুই মন্ত্রীর দ্বৈরথে ভোট যেন ফিরে পেয়েছে দেড় দশক আগের সেই উৎসব। ২ লাখ ৩৩ হাজার ভোটারের মধ্যে ভোট দিয়েছে প্রায় ৯৯ হাজার। শতাংশের হিসাবে যা ৪২.২৭। যা চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত নির্বাচন হওয়া ১০ উপজেলার মধ্যে উপস্থিতি সর্বোচ্চ।

জানা যায়, চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে এখন পর্যন্ত মীরসরাই ১৭%, সন্দ্বীপে ১৮%, সীতাকুণ্ডে ২২%, ফটিকছড়িতে ২২%, হাটহাজারীতে ২৮%, রাঙ্গুনিয়া ৩৩%, পটিয়া ৩২%, চন্দনাইশ ৩২% ও আনোয়ারায় সর্বোচ্চ ৪২% ভোট পড়েছে। আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবু জাফর

সালেহ জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশের কারণে মানুষ ভোট দিতে আগ্রহী হয়েছে। তাছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জোরালো প্রচারণাও ভালো ভূমিকা রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধআচরণবিধি ভঙ্গ করায় ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধস্থগিত কেন্দ্রের ভোট ৫ জুন