মহাকর্ষ

সন্তোষ কুমার শীল | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

গাছের পাতা ঝরে পড়ে

ঊর্ধ্বে কেন উঠে না

ঘুড়ির মতো আকাশ ফুড়ে

তীব্র বেগে ছুটে না।

চিন্তা কতো ভাবনা কতো

কতই ঘামের বর্ষণ

অবশেষে পেলেন খুঁজে

শক্তি মহাকর্ষণ।

নিউটনের নাম শুনেছো?

তিনিই প্রথম দেন প্রমাণ

পৃথিবীতে শক্তিটুকু

সবখানে নয় এক সমান।

পূর্ববর্তী নিবন্ধঘুমন্ত শহর
পরবর্তী নিবন্ধপরমায়ু প্রার্থনায়