নীলকে আমি দেখিনি
ছুঁয়ে দেখিনি তার স্পর্শ।
কিন্তু অনুভবে তার অনুরণন
আমি টের পাই।
তার মৃদু হাসির মাঝে
বেমালুম হারিয়ে যাইনি আমি,
ছড়াইনি বিমুগ্ধতা।
তবে তার নৈঃশব্দের আকুতিতে
আমি ভীষণ ভাবে অনুরক্ত হই।
নীল আমার মনের সরোবরে
আনাগোনা করে,
চেনা শব্দের মাঝে দোল খায়,
স্বপ্ন আর চেতনার সাথে
জলকেলি করে।
তবুও আমি হৃদ্যতার
উপস্থিতি খুঁজে পাই,
নীলের মাঝে
নিগূঢ় স্পন্দনে ।