লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে অব্যাহতি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৬:৩৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জানে আলম জানু, সহসভাপতি মোশারফ হাসান, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন ও দপ্তর সম্পাদক মাহফুজ রায়হান শাহরুখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদেরকে চলমান দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, সংগঠনের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করা ও সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত জানে আলম জানু জানান, উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় তাদেরকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আনীত দলীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান জানে আলম।

পূর্ববর্তী নিবন্ধউত্তাপ কম, তবু কেন ঘামছে মানুষ
পরবর্তী নিবন্ধচার আন্তঃনগরে কাল থেকে কেবিন সুবিধা