বোয়ালখালীতে ভোটকেন্দ্রে চাকুসহ আটক যুবক

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ১:২৫ অপরাহ্ণ

বোয়ালখালীতে একটি কেন্দ্র থেকে চাকুসহ রেজাউল করিম সাইফু (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ (২৯ মে) বুধবার সকালে চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে।

সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, পুলিশ চাকুসহ রেজাউল করিম সাইফু নামের এক যুবককে আটক করেছে। আটককৃতকে নিয়মিত মামলা দেয়ার জন্য অফিসার ইনচার্জ বরাবর সোপর্দ করা হয়েছে

চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিপন চৌধুরী বলেন, ভোট গ্রহণ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় উপজেলা ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় আনারস প্রতীকের দুই সমর্থককে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন