আনোয়ারায় ভোটারদের দীর্ঘ লাইন

আজাদী অনলাইন | বুধবার , ২৯ মে, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ৩য় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন সকাল ৮ টা থেকে শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ৮ টায় ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়তে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।আনোয়ারা উপজেলার বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়, পূর্ব গহিরা, পূর্ব বৈরাগ ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়।

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম) ও কাজী মোজাম্মেল হক (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে ৫ জন। তারা হলেন- সগ্রীব মজুমদার দোলন (তালা), এম এ মান্নান মান্না (চশমা), সন্তোষ কুমার (বই), সালাউদ্দিন সারো (টিউবওয়েল), প্রদিপ দত্ত (মাইক) প্রতীকে লড়ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগম (ফুটবল), চুমকি চৌধুরী (হাঁস) ও পারভীন আকতার কলস প্রতীকে লড়ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও তা ধীরে ধীরে বাড়তে দেখা গেছে। এখনো পর্যন্ত কোন ভোটকেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা লক্ষ করা যায়নি। ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, আজ  ২৯ মে আনোয়ারার ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার সংখ্যা রয়েছে। এরমধ্যে ১ লাখ ২৩ হাজার ৮৮৮জন পুরুষ এবং ১ লাখ ৯ হাজার ২২১জন মহিলা ভোটার।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পাইকপাড়া কেন্দ্রে ভোট দিলেন শতবর্ষী মোমেনা আকতার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ১ ঘণ্টায় দুটি কেন্দ্রে ভোট পড়েছে ৫৪টি