নগরীর নালা–নর্দমায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ৫৬টি স্থানের পাইপলাইনের তালিকা এবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কাছে দিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। গতকাল মঙ্গলবার কেজিডিসিএল ভবনে গিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েনের হাতে ওই তালিকা তুলে দেন তিনি। এর আগে সোমবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের হাতে এরকম ৭৫টি স্থানের একটি তালিকা দেন সিডিএ চেয়ারম্যান। খবর বিডিনিউজের। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার জন্য কেজিডিসিএল‘র এই ৫৬টি স্পটের পাইপলাইন চিহ্নিত করেছে সিডিএ। গতকাল মঙ্গলবার দুপুরে কেজিডিসিএল‘র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েনের কাছে ওই তালিকা হস্তান্তর করে সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নগরীর খাল সংস্কার, খনন ও প্রতিরোধ দেয়াল নির্মিত হচ্ছে। বৃষ্টির সময় দেখা যায়, খালের পানি অনেক নিচে। কিন্তু নালার পানি জমে উঁচু এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সিডিএর প্রকৌশল টিমের পর্যবেক্ষণে উঠে এসেছে, সেবা সংস্থাগুলোর পাইপের সাথে পলি বর্জ্য জমে পানি আটকে যায়। সোমবার চট্টগ্রাম ওয়াসাকে চিহ্নিত করা ৭৫টি পাইপলাইনের তালিকা দিয়ে এসেছি। অনুরূপভাবে টিঅ্যান্ডটিকে জলাবদ্ধতার জন্য চিহ্নিত স্পটের তালিকা দেয়া হবে।’