খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল হোসেন (২১) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় রেমালে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকের হোসেন জানান, গত সোমবার রাত ১টার দিকে এ ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী মো. রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।
জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্নস্থানে সড়কে গাছ ভেঙে পড়ে। সেগুলো কাটার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন রাসেল। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।